প্রযুক্তির সুফল একেই বলে!
তথ্য-প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন ও ব্যবহারে চীন যে অন্যদের চেয়ে অনেক এগিয়ে তা বলাই যায়। আর এই প্রযুক্তির সুফলতাও দেশটিতে চোখে পড়ার মতো।
প্রযুক্তির ছোঁয়ায় উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে চীন। কৃষি থেকে কল-কারখানাসহ দেশটির এমন কোনো খাত নেই; যেখানে প্রযুক্তির ব্যবহার নেই। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বেশ কিছু ছবি প্রকাশ করেছে।
এতে দেখা যাচ্ছে, পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে কারখানার ভেতরে শাক-সবজি চাষ করা হচ্ছে। চীনের ফুজিয়ান প্রদেশের ওই কারখানার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে বীজ বপন থেকে বাজারজাত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কারখানার ভেতরে শাক-সবজি চাষাবাদ দেখুন ছবিতে...
এসআইএস/এমএস