উড়ন্ত ট্যাক্সি আনছে উবার (ভিডিও)


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

এবার যাত্রীসেবা দিতে উড়ন্ত ট্যাক্সি আনার ঘোষণা দিল অ্যাপভিত্তিক আন্তর্জাতিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডালাসে উবার এলিভেট সামিটে উড়ন্ত ট্যাক্সি আনার পরিকল্পনার কথা জানিয়েছে ট্যাক্সি সেবাদানকারী এই প্রতিষ্ঠান।

উবার কর্তৃপক্ষ বলছে, ২০২০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস-ফোর্ট ওর্থে উড়ন্ত ট্যাক্সিসেবা চালু করা হবে।

উবারের প্রধান পণ্য কর্মকর্তা জেফ হোল্ডেন বলেছেন, উবার উড়ন্ত ট্যাক্সি হবে আকারে ছোট, বৈদ্যুতিক বিমানের মতো; যা পুরোপুরি উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। এতে ধোঁয়া নির্গমণ হবে একেবারেই শূন্য এবং শহরে অনায়াসেই পরিচালনা করা যাবে।

উড়ন্ত এই ট্যাক্সি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ম্যারিনা থেকে স্যান জোসে পর্যন্ত ভ্রমণকারীদের সময় বাঁচাবে অন্তত ১৫ মিনিট; সড়কপথে এ দুই শহরে যেতে সময় লাগে দুই ঘণ্টারও বেশি।

হোল্ডেন বলেছেন, উবারের এই উড়ন্ত ট্যাক্সিতে প্রত্যেক মাইলের জন্য যাত্রীদের ভাড়া গুণতে হবে ১.৩২ ডলার (বাংলাদেশি ১১১.২১ টাকা)। একই দূরত্বে উবারের সড়কপথের ট্যাক্সি ভাড়ার চেয়ে সামান্য বেশি।

 

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।