দুবাইয়ে অ্যারাবিয়ান গলফ ক্লাবের পাশে আগুন


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মালবাহী গাড়ি পার্কিংয়ের স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুবাইয়ের ৩৮ গলফ কার্টসের ওই অগ্নিকাণ্ড মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ বলছে, দুুবাই’র অ্যারাবিয়ান র‌্যাঞ্চেস গলফ ক্লাবের পাশের ওই পার্কিং লটে গাড়ির একটি কভারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ওই ক্লাবেও ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় যানজট দেখা দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুবাই সিভিল ডিফেন্সের মুখপাত্র দেশটির জাতীয় দৈনিক গালফ নিউজকে বলেন, বিকেল সোয়া ৪টায় আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এতে ক্লাবের গ্যারেজ ধোঁয়ায় ঢেকে যায়। অন্তত ৩৬টি মালবাহী গাড়ি পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে অাগুনের সূত্রপাত সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ওই মুখপাত্র বলেছেন, ক্লাবের ভেতরে ছোট-খাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে ১৫মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।