আফগান প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধানের পদত্যাগ


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৪ এপ্রিল ২০১৭

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। সোমবার তারা প্রেসিডেন্টের কাছে পদত্যাগ জমা দেন।

গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই- শরিফ শহরের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় ১৪০ জনের বেশি সেনা নিহত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কাদাম শাহ শাহিম পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়।

প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহ হুসেইন মুরতাজাওয়ি জানিয়েছেন, তারা দু’জনই সেনাঘাঁটিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন।

শুক্রবার ১০ জনের বেশি তালেবান জঙ্গি আফগান সেনাবাহিনীর পোশাকে পরে সেনাবাহিনীর গাড়ি চালিয়ে ওই ঘাঁটিতে পৌছায়। সেনাঘাঁটিতে নামাজে অংশ নেয়া সেনা এবং সেনাঘাঁটির অন্যান্য স্থানের ক্যানটিনে ওই হামলা চালানো হয়।

সেনা নিহতের ঘটনায় রোববার এক দিনের জাতীয় শোক পালন করেছে আফগানিস্তান। সেই সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।