একাই ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিলো কিশোর


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৪ এপ্রিল ২০১৭

একা একাই ১৩শ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ১২ বছর বয়সী এক কিশোর। অবশেষে তাকে থামিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। নিউ সাউথ ওয়েলসের জনশূন্য এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় তার গাড়ির ঝোলানো বাম্পার দেখে গাড়িটি থামায় পুলিশের একটি টহল দল। খবর বিবিসির।

পুলিশ বলছে, নিউ সাউথ ওয়েলসের কেন্ডাল থেকে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাবার চেষ্টা করছিল কিশোরটি। তাকে আটক করে ব্রোকেন হিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ওই কিশোরের মা-বাবা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে, তাদের ছেলে নিখোঁজ রয়েছে। রোববার তারা এসে তাদের সন্তানকে নিয়ে গেছেন।

পুলিশ কর্মকর্তা কিম ফেহন অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, ওই কিশোর তার বাসার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল।

সে চলে যাবার পরপরই তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছিল তার বাবা-মা। ছেলেকে আপ্রাণ খুঁজছিলেন তারা।

সবার দৃষ্টি এড়িয়ে একাই কিশোরটি কীভাবে এতটা পথ পাড়ি দিল তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘ যাত্রাপথে সে নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকা পাড়ি দিয়েছে।

নিউ সাউথ ওয়েলসের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধী হিসেবে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।

টিটিএন/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।