যুক্তরাষ্ট্রে নতুন সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালেদ বিন সালমান


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৩ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রিন্স খালেদ বিন সালমন। এতদিন সেনাবাহিনীর পাইলট ছিলেন তিনি।

গত দুই বছর ধরে প্রিন্স আব্দুল্লা বিন ফয়সাল বিন তুর্কি মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ছিলেন। তাকে সরিয়ে শনিবার খালেদ বিন সালমানকে ওই পদে বসানো হয়েছে।

খালেদ বিন সালমানকে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার পাশাপাশি বেশ কিছু শীর্ষ পদে রদবদলের ঘটনা ঘটেছে।

তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী আদেল আল তোরাইফিকে তার পদ থেকে সরিয়ে ড. আওয়াদ বিন আল আওয়াদকে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোহাম্মেদ আল সুয়েইয়েলকে সরিয়ে আবদুল্লাহ বিন আমির আল সাওয়াহাকে নিয়োগ দেয়া হয়েছে।

একই সঙ্গে নতুন ডেপুটিদের নাম ঘোষণা করা হয়েছে এবং নতুন গভর্নরদের নিয়োগ দেওয়া হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।