অস্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান। শহীদ ৬ আর শুভাগত হোম ১১ রান নিয়ে ব্যাট করছে।

আগের দিনের ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুর পর ৭ রান যোগ হতেই ফেরেন সাকিব আল হাসান। ২৫ রান করে জুলফিকার বাবরের শিকার হন তিনি। ৬২ রানের জুটি গড়ে ভালই এগুচ্ছিল মুশফিক-সৌম্য জুটি। কিন্তু তড়িঘড়ি রান তোলার নেশায় অভিষিক্ত সৌম্য সরকারকে থামতে হয় ৩৩ রানেই। রান মেশিন মুশফিকুর রহিমের কাছ থেকে এ যাত্রাই ২৯ রানের বেশি আসেনি।

এর কিছুক্ষন পর লোয়ার অর্ডারের তাইজুলকে রাউন্ড দ্য লেগ বোল্ড করেন ইয়াসির শাহ। দারুন বলা করা এই লেগস্পিনারের শিকার সংখ্যা ৩। হাফিজ আর বাবর নিয়েছেন ২টি করে উইকেট। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৮৯ রান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।