আফগানিস্তানে তালেবান হামলায় ৮ সেনা নিহত


প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২১ এপ্রিল ২০১৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে একটি সামরিক ঘাটিতে তালেবানদের হামলায় অন্তত আট সৈন্য নিহত হয়েছে। প্রাথমিকভাবে ১১ জনের আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার নামাজের সময় সেনাবাহিনীর পোশাক পরিহিত তালেবানদের একটি দল অতর্কিতে সেনা ঘাটিতে ঢুকে এ হামলা চালায়।

তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। হামলায় নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
আফগান সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বালখ প্রদেশের রাজধানীর মাজার ই শরিফ শহরের একটি মসজিদের কাছে ওই সামরিক ঘাটিতে এ হামলা চালানো হয়।

এরইমধ্যে হামলায় দায় স্বীকার করেছে তালেবান। তবে এ হামলাকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন মার্কিন বাহিনীর মুখপাত্র জন থমাস।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।