মাগুরা-১ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী ওয়াহাব


প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

মাগুরা-১ আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) ওয়াহাবকে মনোনীত করা হয়েছে।

গণভবনে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

মাগুরা-১ আসনে উপনির্বাচন ৩০ মে অনুষ্ঠিত হবে। ওই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল আকবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। এ জন্য কমিশন আসনটিতে নির্বাচনের আয়োজন করে।

তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ এপ্রিল, যাছাই-বাছাই ৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিরাজুল আকবর ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।