কে এই হামলাকারী?


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২১ এপ্রিল ২০১৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস-এলিসিস এভিনিউয়ে বৃহস্পতিবার যার গুলিতে এক পুলিশ সদস্য নিহত ও দু’জন আহত হয়েছেন তার পরিচয় মিলেছে।

আবু-ইউসুফ আল-বালজিকি নামে ওই ব্যক্তির ইসলামি চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্টতার কথা আগে থেকেই জানা ছিল ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এরআগেও একজন পুলিশ কর্মকর্তার উপর গুলি চালিয়েছিলেন তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকির তালিকায় (ফিশে এস) ওই ব্যক্তির নাম ছিল।   
এছাড়া ফ্রান্স ডমেস্টিক সিকিউরিটি সার্ভিসেরও (ডিজিএসআই) নজরদারিতে ছিলেন তিনি।

২০০১ সালে তিনি পুলিশের দুই সদস্যকে গুলি করেছিলেন তিনি। এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরেক পুলিশ সদস্যের বন্দুক কেড়ে নিয়ে তাতে তিনবার গুলি করেন ওই ব্যক্তি।

ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্যারিসের চ্যাম্পস-এলিসিসে চালানো এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আইএস তাদের প্রচারমাধ্যম আমাকে এক বিবৃতি দাবি করেছে, তাদের এক ‘যোদ্বা’ এই হামলা চালিয়েছে। ওই বিবৃতিতে হামলাকারীকে ‘দ্য বেলজিয়ান’ বলে সনাক্ত করা হয়েছে।

Paris

হামলাকারীর সঙ্গে বেলজিয়ামের সম্পর্ক কী সে বিষয়টা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এখনও পরিষ্কার নয়।

ফ্রান্সের সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনস বলেছেন, হামলাকারীর পরিচয় জানা গেলেও তা এখন প্রকাশ করা যাচ্ছে না কারণ তদন্ত ও তল্লাশি শুরু হয়ে গেছে।

তবে আইএসের বিবৃতিতে হামলাকারীর নাম বলা হয়েছে, আবু-ইউসুফ আল-বালজিকি।

রোববার ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রাক্কালে গতকাল এই হামলার ঘটনা ঘটল। এই নির্বাচনের জন্য ইসলামি জঙ্গিবাদ একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

সংবাদ মাধ্যম এএফপির হিসেব অনুযায়ী, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ফ্রান্সে ‘জিহাদি’ হামলায় ২৩৮ জন নিহত হয়েছেন।

কেএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।