হিমাচলে খাদ বেয়ে বাস নদীতে : নিহত ৪৪


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে এক ডজন যাত্রী। বুধবার অর্ধ-শতাধিক যাত্রীবাহী একটি বাস প্রদেশের শিমলা এলাকার গভীর খাদ বেয়ে নদীতে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলেই ৪৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের বিকাশ নগর থেকে হিমাচল প্রদেশের টুনির দিকে যাত্রা শুরু করেছিল বাসটি। বাসে ৫৬ জন যাত্রী ছিলেন।

শিমলা জেলার ডেপুটি কমিশনার রোহান চন্দ্র ঠাকুর আল জাজিরাকে বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।