শিগগিরই যাত্রীবাহী বড় বিমান আনছে চীন


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৯ এপ্রিল ২০১৭

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বড় আকারের যাত্রীবাহী বিমান সি-৯১৯ আকাশে ওড়ার জন্য ইতোমধ্যেই বিশেষজ্ঞদের অনুমোদন পেয়েছে। বিমানটির প্রস্ততকারক প্রতিষ্ঠান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

উচ্চগতির একটি সিরিজ পরীক্ষায় অংশ নিতে হয়েছিল বিমানটিকে। ফ্লাইটের আগে এটা ছিল শেষ পদক্ষেপ। আকাশে উড়তে বিমানটির আরও এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

চীনের সাংহাইভিত্তিক বাণিজ্যিক বিমান কর্পোরেশনের নিয়ম অনুযায়ী দেশটির গবেষণা প্রতিষ্ঠান, বেসামরিক বিমান পরিবহন প্রশাসন, বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ২৫ জন বিশেষজ্ঞ মঙ্গলবার বিমানটি সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়েছেন। তারা ওই বিমানটির ফ্লাইট নিয়ে সব তথ্যাদি পর্যালোচনা করে দেখেছেন।

এর আগে মার্চ মাসেও তারা বিমানটির যান্ত্রিক বিষয়গুলো মূল্যায়ন করেছেন। এই বিমানের আসন সংখ্যা দেড় শতাধিক।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।