তাইওয়ানের সাহায্য নিতে অস্বীকৃতি নেপালের


প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৮ এপ্রিল ২০১৫

অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র নেপালে শনিবারের ভূমিকম্পে দেখা দিয়েছে মারাত্মক মানবিক বিপর্যয়। মৃত মানুষের সারিতে এখনও যোগ হচ্ছে নতুন মরদেহ। আর বেঁচে যাওয়া মানুষগুলো সব হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে।

এ অবস্থায় ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ২০ জনের একটি উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল তাইওয়ান। তবে তাইওয়ানের কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে নারাজ নেপাল সরকার।

তাইওয়ানের মন্ত্রী ডাভিড লিন সোমবার জানিয়েছেন, ‘আমরা নেপালকে সাহায্য করতে চেয়েছিলাম। তবে নেপাল আমাদের থেকে সাহায্য নিতে চায় না। আমাদের ২০ জন উদ্ধারকারী দলকেও ফিরিয়ে দিয়েছে তারা’।

এমনকি নেপাল পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকেই শুধু সাহায্য চায় বলে জানিয়েছেন তিনি।

তবে নেপালের পক্ষ থেকে তাইওয়ানের এই সাহায্য প্রত্যাখ্যানকে অনেকেই রাজনীতির কদর্য রূপ হিসেবেই দেখছেন। ১৯৪৯ সালে চিনের থেকে আলাদা হওয়ার পর থেকে তাইওয়ানের অস্তিত্ব স্বীকার করেনি নেপাল।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।