টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ওয়ানডেতে বাংলাওয়াশ আর টি-২০ ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলতে নামছে টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশের ক্রিকেট যে অনেক বদলে গেছে, সেটা প্রতিমুহূর্তেই জানিয়ে দিচ্ছেন তামিম-সাকিব-মুশফিকরা। বিশ্বকাপে নজরকাড়া নৈপুণ্যের পর এই বদলে যাওয়া বাংলাদেশের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি হেরে পাকিস্তান এখন ভীষণ চাপের মধ্যে। আর টানা চার ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের স্বপ্ন নিজেদের আরো উঁচুতে নিয়ে যাওয়ার।

টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে পাকিস্তান। ১৯৫২ সালে প্রথম টেস্ট খেলা পাকিস্তানের পাশে আছে ৩৯২টি ম্যাচ। এর প্রায় অর্ধশতাব্দী পর ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ খুলনায় ৮৮তম টেস্ট নামছে। র্যাং কিংয়েও বাংলাদেশের (নবম) চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান (চতুর্থ)। টেস্ট ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের তো জয়জয়কার। আটটি ম্যাচের প্রতিটিতেই হার মেনেছে বাংলাদেশ।

সেসব ব্যর্থতা পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে বহু প্রতীক্ষিত টেস্ট জয়ের আনন্দে মেতে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও জয়ের ব্যাপারে প্রত্যয়ী। দেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা টেস্ট দলে না থাকলেও অন্য পেসারদের প্রতি তাঁর আস্থার অভাব নেই, ‘ইদানীং মাশরাফির চেয়ে রুবেলই বেশি ভালো বোলিং করেছে। আর রাজীব (শাহাদাত হোসেন) জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে সব ম্যাচে ভালো না করলেও আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে।

বাংলাদেশ একাদশ :
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক সৌরভ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম,  রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব, শুভাগত হোম।

পাকিস্তান একাদশ :
মিসবাহ-উল-হক,ইউনুস খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলি, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাঈদ আজমল, জুলফিককার বাবর, আসাদ শফিক ও সরফরাজ আহমেদ।

এমআর/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।