দেশে টাকা পাঠানোর খরচ বাড়ছে আমিরাত প্রবাসীদের


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১৮ এপ্রিল ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের নিজেদের দেশে টাকা পাঠানোর খরচ চলতি সপ্তাহ থেকে বেড়েছে। এক্সচেঞ্জ হাউস সোমবার এ তথ্য জানিয়েছে। ১৫ এপ্রিল থেকে বেশিরভাগ রেমিট্যান্স পাঠানোর প্রতিষ্ঠান তাদের চার্জ বেশি নিচ্ছে। খবর গালফ নিউজের।

শীর্ষস্থানীয় টাকা লেনদেন করা প্রতিষ্ঠানগুলো শনিবার থেকেই দেশে টাকা পাঠাতে দুই দিরহাম বেশি নিচ্ছে। অনেকে আবার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই বেশি অর্থ নেওয়া শুরু করেছে।

বর্তমানে এক হাজার দিরহাম পাঠাতে খরচ হবে ২২ দিরহাম। যেখানে আগে খরচ হতো ২০ দিরহাম। এছাড়া এক হাজারের বেশি দিরহাম পাঠাতে আগে ১৫ দিরহাম সার্ভিস চার্জ থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১৬ দিরহাম করা হয়েছে।

মুদ্রা বিনিময়ে বর্তমানে সার্ভিস চার্জও এক দিরহাম বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে দুই দিরহাম খরচ হতো এখন সেখানে খরচ হবে তিন দিরহাম।

আল আনসারী এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল আনসারী জানান, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রেমিট্যান্স গ্রুপের (এফইআরজি) সদস্যদের ক্ষেত্রে এই চার্জ বাড়ানো হয়েছে। তবে এটি এফইআরজির সিদ্ধান্ত নয়।

বড় এক্সচেঞ্জ হাউসগুলো হাউসগুলো সার্ভিস চার্জ বাড়ালেও কিছু ছোট ছোট এক্সচেঞ্জ হাউস তাদের সার্ভিস চার্জ বাড়ায়নি। এমনকি ২০১৪ সালে বড় এক্সচেঞ্জ হাউসগুলো ১৫ দিরহামের স্থলে ২০ দিরহাম চার্জ নেয়া শুরু করলেও ছোটো প্রতিষ্ঠানগুলো তা করেনি। এখনও পর্যন্ত তারা ১৫ দিরহাম বা তার চেয়ে কমেই লেনদেন করছে।

কেএ/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।