কলকাতায় মুজিবনগর দিবস পালিত


প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৮ এপ্রিল ২০১৭

কলকাতায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে সোমবার কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের শ্রী অরবিন্দ ভবনে দিবসটি পালিত হয়। সেই সঙ্গে ওই ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন কলকাতা দূরদর্শনের সাবেক বার্তা সম্পাদক ভবেশ দাস ও প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত। বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল শংকর রায় চৌধুরী।

মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। এই সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই বাড়িটি শ্রী অরবিন্দ আশ্রমকে তুলে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ভবনটি শ্রী অরবিন্দ ভবন হিসেবে পরিচিত।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।