পৃথিবীর ধ্বংস আসন্ন: স্টিফেন হকিং


প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

একদিকে ভয়াবহ ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে নেপাল। কয়েক হাজার মানুষ মুহূর্তে নিহত। মারাত্মক মানবিক সংকট। অন্যদিকে পৃথিবীর ধ্বংস নিয়ে সতর্কবার্তা শোনালেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তার বক্তব্য, অবিলম্বে মহাকাশে থাকার জায়গা খুঁজে না পেলে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে।

পৃথিবী খুব শিগগিরই ধ্বংসের দিকে এগোচ্ছে বলে অনেক আগে থেকেই সতর্ক করছেন হকিং। এবারে একেবারে সময়সীমা জানিয়ে স্টিফেন হকিংয়ের দাবি, মানব সভ্যতা আর ১ হাজার বছরও টিকবে কিনা সন্দেহ আছে। ফলে মহাকাশে দ্রুত বাসস্থানের খোঁজ না পেলে চিরতরে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নেই।

সিডনি অপেরা হাউসে একটি বিজ্ঞানসভার ফাঁকে স্টিফেন হকিং বলেন, ‘ভবিষ্যতে মানবসভ্যতা বাঁচাতে গেলে মহাকাশ ছাড়া গতি নেই। পৃথিবীর মেয়াদ ফুরনোর পথে।’

স্টিফেন হকিংয়ের বক্তব্যে স্বাভাবিক ভাবেই মন ভেঙে যায় বিজ্ঞানসভায় আমন্ত্রিতদের। তাই সবাইকে ভরসা জুগিয়ে বিজ্ঞানী বলেন, ‘আকাশের তারাদের দিকে তাকান। খেয়াল রাখুন, পা যেন মাটিতে না থেকে যায়। মহাকাশই ভবিষ্যৎ!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।