ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেরি


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার নিউইয়র্কে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইরানের জরুরি পরমাণু চুক্তি নিয়ে দু`পক্ষের দীর্ঘ আলোচনার পর এ প্রথম উভয়ে বৈঠকে বসতে যাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের সিনিয়র একজন কর্মকর্তা রোববার জানান, জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বিষয়ক ২০১৫ সালের সম্মেলনের ফাঁকে কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে কেরির বক্তব্য দেয়ার কথা রয়েছে।

কর্মকর্তা আরো জানান, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গেও তার পৃথক বৈঠকের কথা রয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।