সৌদি আরবে ভাড়া গাড়ি খাতে কাজের সুযোগ পাবেন না বিদেশিরা


প্রকাশিত: ১১:২৩ এএম, ১৬ এপ্রিল ২০১৭

সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। এ পদক্ষেপের অংশ হিসেবে ভাড়ায় চালিত গাড়ি খাতে বিদেশি নাগরিকরা কাজের সুযোগ পাবেন না। সৌদি সরকার বলছে, এই খাতে সৌদি নাগরিকদের শতভাগ নিয়োগ দেয়া হবে।

সম্প্রতি এক কর্মশালায় এ বিষয়ে আলোচনা করেছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি)। ভাড়ায় চালিত গাড়ি খাতে শতভাগ সৌদিকরণের নতুন এই পদক্ষেপ বাস্তবায়ন ও চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয় কর্মশালায়।

এই খাতে বিদেশি শ্রমিকদের উপস্থিতি ও শ্রম আইনের ৩৯ নং আর্টিকেল লঙ্ঘনের পর্যালোচনা করা হয় মন্ত্রণালয়ের এ কর্মশালায়। এমএলএসডি’র বিশেষ কর্মসূচির আন্ডারসেক্রেটারি ডা. ইব্রাহীম আল-শাফি বলেন, কার রেন্টাল সেক্টরে সৌদি নাগরিকদের স্বার্থ প্রাধান্য দিতে একটি সমন্বিত কর্মচুক্তি প্রণয়ন করা হবে।

তিনি বলেন, চুক্তিতে স্বাক্ষরকারী সব পক্ষের অধিকার সুরক্ষাই এই কর্মচুক্তির উদ্দেশ্য। ‘কার রেন্টাল অফিসে সৌদিকরণ’ শীর্ষক ওই কর্মশালায় ইতিমধ্যে যারা এই সেক্টরে কাজ করছেন অথবা যারা কাজে আগ্রহী তাদেরকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

সূত্র : সৌদি গ্যাজেট।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।