নেপালের জন্য এডিবির তহবিল ঘোষণা


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জন্য ২০ কোটি ডলারের পুর্নবাসন তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। একই সঙ্গে ৩০ লাখ ডলারের তাৎক্ষণিক সহায়তা তহবিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার এডিবি একথা জানিয়েছে। এডিবি এক বার্তায় নেপালে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতির জন্য নেপালের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ ব্যাপারে এডিবি প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও জানান, এশিয়া প্যাসিফিক দূর্যোগ তহবিল থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তার জন্য অনুদান হিসেবে ৩০ লাখ ডলার দেওয়া হচ্ছে। শুকনো খাবার, খাবার পানি এবং চিকিৎসা সামগ্রীতে এই অর্থ ব্যয় করা হবে। এছাড়া ২০ কোটি ডলার দেওয়া হবে বিধ্বস্ত নেপালের পুর্নবাসনে।

এক বার্তায় সংস্থাটি বলছে, এডিবি নেপালের পাশে আছে, থাকবে। যাতে দেশটি ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে।

জানা যায়, নেপালে ২০০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। ২০১৪ সালে ৩৫ কোটি ডলারের সহায়তা দিয়েছে এডিবি।

এসএ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।