ক্ষতিপূরণ পাচ্ছেন গাভাস্কার


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

আইপিএল- এর সপ্তম আসরে চেয়ারম্যান হওয়ার পর লেখা, ধারাভাষ্য এবং বিজ্ঞাপনের শুটিং করেননি সুনীল গাভাস্কার। হিসাব করে দেখা গেছে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় গাভাস্কারের ক্ষতি হয়েছিল ১ কোটি ৯০ লক্ষ টাকা। এবার ক্ষতিপূরণের সেই টাকা পেতে যাচ্ছেন গাভাস্কার।

এর আগে চেয়ারম্যান হওয়ার পর সুপ্রিম কোর্ট ভারতীয় বোর্ডকে বলেছিল, ওই সময়ে পেশাদারি দায়িত্বের জন্য যত টাকা ক্ষতি হবে, তা পূরণ করে দিতে হবে বোর্ডকে। শ্রীনিবাসনের বোর্ড এসব জানার পরও হাত গুটিয়ে বসেছিল।

তবে ডালমিয়া সভাপতি হওয়ার পর সুনীল গাভাস্কারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দ্রুত উদ্যোগ নিয়েছেন। গাভাস্কারের হাতে তুলে দেওয়া হবে, এই মর্মে রোববার বোর্ডের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।