ভূমিকম্পে এভারেস্ট অভিযান স্থগিত
শক্তিশালী মাত্রার ভূমিকম্পের কারণে এ বছর এভারেস্ট অভিযান স্থগিত ঘোষণা করেছে নেপাল সরকার। শনিবার ভূমিকম্পের সঙ্গে সঙ্গে শুরু হয় তুষারধস। গুঁড়িয়ে যায় বেসক্যাম্প। প্রথমদিনেই ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, এ মৃত্যুসংখ্যা বেড়ে ষাটের কাছাকাছি পৌঁছেছে।
নেপাল পর্যটন সূত্রে জানা গেছে, ভূমিকম্পের ফলে এ বছর আর এভারেস্ট অভিযান হবে না। কারণ, মাঝে মধ্যে এখনও কম্পন চলছে। তুষারধসে বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়েছে। তার ওপরে বরফের আস্তরণ পড়ে যাওয়ায় ওপর থেকে বোঝা যাচ্ছে না। এর ফলে অভিযাত্রীদের বিপদ আরও বাড়তে পারে।
এছাড়া মাঝেমধ্যে তুষারধস হতে থাকায় বিপদ আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। বর্ষা ঢুকে পড়বে। তাই এ বছর আর অভিযান সম্ভব হবে না।
প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে ৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩২০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিএ/এমএস