অনলাইন লেনদেনে তরুণী জিতলেন ১ কোটি টাকা


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০১৭

ডিজিটাল লেনদেনে উৎসাহ জোগাতে ভারতের কেন্দ্রীয় সরকার সাপ্তাহিক বা ত্রৈমাসিক লটারির সাহায্যে আকর্ষণীয় পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল গত বছরের শেষ দিকে।

এরই আওতায় মহারাষ্ট্রের লাতুর জেলার তরুণী শ্রদ্ধা মোহন জিতে নিয়েছেন ১ কোটি টাকার পুরস্কার। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি।

নতুন মোবাইলের জন্য ‘রুপে’ কার্ড ব্যবহার করে মাত্র ১৫৯০ রুপি কিস্তি পরিশোধ করে বিশাল অঙ্কের এ পুরস্কার জিতলেন শ্রদ্ধা।

১ হাজার ১শ রুপি লেনদেন করে ৫০ লাখের দ্বিতীয় পুরস্কার জুটেছে প্রাথমিক স্কুল শিক্ষক হার্দিক কুমারের।

মাত্র ১০০ রুপির লেনদেনে ২৫ লাখের তৃতীয় পুরস্কার পেয়েছেন ভারত সিং।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।