যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া যুদ্ধের শঙ্কায় চীন


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৫ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে উত্তেজনার পারদ চড়তে থাকার মধ্যেই আরও বেশি সঙ্কটের শঙ্কা করছে চীন। দেশটি বলছে, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ শুরু হতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলছেন, আর তা যদি হয় তবে জয়ী হওয়ার মতো কেউ থাকবে না।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা রয়েছে। সম্প্রতি কোরীয় উপদ্বীপ মুখ করে রণতরীও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যেই এমন আশঙ্কার কথা জানাল চীন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার একমাত্র ‘সমর্থক’ চীন শঙ্কা করছে, যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়ার স্বৈরশাসকের পতন ঘটবে এবং তা দেশটির সঙ্গে তাদের সীমান্তে সমস্যা তৈরি করবে।

ওয়াং বলছেন, এ পরিস্থিতিতে সব পক্ষের খুবই সজাগ থাকা উচিৎ। আমরা সব পক্ষকেই বববো, কথায় হোক বা কাজে হোক, প্রত্যেকের একে অপরকে হুমকি বা উসকে দেয়া থেকে সংযত থাকা উচিৎ এবং পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিৎ।

চীনের তরফ থেকে এমন শঙ্কার কথা আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিষয়টি ‘দেখা হবে।’

তিনি আরও বলেন, চীন যতি সাহায্য করতে চায় খুবই ভালো কথা। যদি তা না চায় তবে তাদের ছাড়াই আমরা সমস্যার সমাধান করব।

উত্তর কোরিয়া সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো প্ররোচনা নস্যাৎ করে দেয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে শনিবারই ষষ্ঠ পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

শঙ্কা জাপানেরও
উত্তর কোরিয়াকে নিয়ে নতুন শঙ্কায় রয়েছে জাপান। বৃহস্পতিবার জাপানের তরফ থেকে জানানো হয়েছে, বিষাক্ত সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর মতো ক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দাবি করছেন, উত্তর কোরিয়া যেকোনো দিন জাপানের উপর সারিন গ্যাস হামলা চালাতে পারে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।