সরকারের সমালোচনায় মিসরে আইনজীবীর কারাদণ্ড


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১৪ এপ্রিল ২০১৭

সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার পর মিসরে এক আইনজীবীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

সাজাপ্রাপ্ত আইনজীবীর নাম মোহামেদ রামাদান। বিষয়টি ‘স্বাধীনতার ওপর ভয়ানক হামলা’ বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঘটনার সমালোচনা করেছে অন্য  মানবাধিকার সংগঠনগুলোও।

মোহামেদ রামাদানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ফেসবুক ব্যবহার করে তিনি ঐক্য নষ্ট এবং সহিংসতায় ইন্ধন দিয়েছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, রামাদান ফেসবুকে আসলে কী লিখেছিলেন সেটা স্পষ্ট নয়। তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আলেকজান্দ্রিয়ার আদালতে সাজা ঘোষণা করা হয়, বলে জানিয়েছেন তার আইনজীবী।

১০ বছরের সাজার সঙ্গে রামাদানকে ৫ বছর গৃহবন্দীও থাকতে হবে। ওই সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।