আফগানিস্তানে ‘মাদার অব অল বোম্ব’ হামলা
আফগানিস্তানে আইএসের জঙ্গিদের ব্যবহৃত একটি সুড়ঙ্গে এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সেনাবাহিনী বলছে, এ বোমার ওজন ৯ হাজার ৮শ কেজি। বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ‘দ্য মাদার অব অল বোম্ব’ নামে পরিচিতি। পারমাণবিক বোমার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা।
পেন্টাগন বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি মার্কিন বিমান থেকে নানগাড়হার প্রদেশের আচিনে বোমাটি ফেলা হয়। বোমাটির উচ্চতা ৩০ ফুটের বেশি।
২০০৩ সালে প্রথম এ বোমার পরীক্ষা করা হয়। তবে এরপর সেটি কখনো ব্যবহৃত হয়নি।
হোয়াইট হাউসের প্রেস সচিব সিন স্পাইসার বলেন, আইএস জঙ্গিরা মার্কিন সামরিক উপদেষ্টা ও আফগান বাহিনীর উপর হামলা চালাতে কিছু সুড়ঙ্গ ব্যবহার করে। আমরা সেগুলোতে হামলা চালায়।
বেসামরিক হতাহত এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
এই হামলায় কতজন নিহত বা আহত হয়েছেস সে সম্পর্কে নিশ্চিত করে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
তবে প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে আরকেটা সফলতা বলে অভিহিত করেছেন।
এনএফ/এমএস