বাজার থেকে ৬ লাখ ইনহেলার তুলে নিয়েছে গ্লাক্সো স্মিথ


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৩ এপ্রিল ২০১৭

বাজার থেকে ৬ লাখ ইনহেলার তুলে নিয়েছে গ্লাক্সো স্মিথ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিন্সট্রেশন (এফডিএ) জানিয়েছে, ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থার কারণেই একসঙ্গে এতো ইনহেলার তুলে নেয়া হয়েছে।

এফডিএ-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, এর ফলে চিকিৎসকের পরামর্শে এই ইনহেলার ব্যবহার করছেন সারা বিশ্বে এমন ৫ লাখ ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি ফাউন্ডেশন অব আমেরিকার ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি মাসের চার তারিখে ইনহেলারগুলো তুলে নিয়েছে গ্লাক্সো স্মিথ।

এএএফএর এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যবসায়িক ঝুঁকি থাকা সত্ত্বেও বাজার থেকে ভেনটোলিন® এইচএফএ ২০০ডি ইনহেলার তুলে নেয়া হয়েছে। এতে করে এই ইনহেলার ব্যবহার করছেন এমন লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু রোগীদের সন্তুষ্টির জন্য উচ্চমানের পণ্য বাজারজাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় বাধ্য হয়েই ত্রুটিপূর্ণ ইনহেলার তুলে নেয়া হয়েছে।

বাজার থেকে হঠাৎ করেই ইনহেলার তুলে নেয়ায় রোগীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তার জন্য সংশ্লিষ্ট কোম্পানির তরফ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।