মেলানিয়াকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে ডেইলি মেইল


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১২ এপ্রিল ২০১৭

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়াকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইল। ডেইলি মেইলের বিরুদ্ধে মেরিল্যান্ড প্রদেশের আদালতে মানহানির মামলা করেছিলেন মেলানিয়া। মডেলিং জীবন নিয়ে আর্টিকেল এবং নগ্ন ছবি প্রকাশের কারণে ব্রিটিশ দৈনিকটির বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।

ব্রিটিশ ওই সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করে দেড়শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের স্লোভেনীয় বংশোদ্ভূত স্ত্রী মেলানিয়া। ডেইলি মেইলের এক আর্টিকেলে মেলানিয়ার মডেলিং জীবনের বেশ কিছু গোপন তথ্য প্রকাশ করা হয়। পরে অবশ্য ওই আর্টিকেল প্রত্যাহার করা হয়।

গত বছর নির্বাচনী প্রচারণার সময় এসব তথ্য প্রকাশ করা হয়। লন্ডন হাই স্কুল কোর্টে মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে ডেইলি মেইল সেই সঙ্গে তারা মেলানিয়াকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।