সুদর্শন না হওয়ায় স্বামীকে খুন করলেন নববধূ


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১২ এপ্রিল ২০১৭

ভারতে স্বামীকে খুন করেছেন এক নববধূ। পুলিশের জানিয়েছেন, স্বামী সুদর্শন না বলে ওই নারী তাকে খুন করেছেন।

সপ্তাহখানেক আগে ২২ বছর বয়সী ওই নারীর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে ঝগড়া করে আসছেন তিনি। পাথর দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দিয়ে তিনি স্বামীর মৃত্যু নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তার স্বামী কাঠ খোদাইয়ের কাজ করতেন। পুলিশ জানিয়েছে, বন্ধু ও পরিবারের কিছু লোক ওই নারীকে বলতো তার স্বামী সুদর্শন নয়। তার সঙ্গে তার স্বামীকে মানায় না। এসব কথার জের ধরেই ওই নারী তার স্বামীকে খুন করেছেন।

স্বামীকে হত্যার পর তিনি প্রথমদিকে দাবি করেছিলেন, তার স্বামীকে অন্য কেউ খুন করেছে। তবে তদন্তের পর স্বামীকে হত্যার দায়ে তাকে আটক করা হয়েছে। স্থানীয় আদালতে হাজির করার পর তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএ/টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।