উত্তর কোরিয়া ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় চীন


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১২ এপ্রিল ২০১৭

উত্তর কোরিয়ার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপে এ বিষয়ে কথা বলার তথ্য নিশ্চিত করেছে চীনের সরকারি গণমাধ্যম। খবর বিবিসির।

বুধবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, চীন সহায়তা না করলেও উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র কখনোই ভয় পায় না।

এদিকে, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে।

এ ঘটনায় ক্ষোভের সঙ্গে প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে, দাপটের সঙ্গেই এর জবাব দেওয়া হবে।

গত সপ্তাহেই ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন শি জিনপিং। ওই সময় তারা উত্তর কোরিয়া নিয়েও আলোচনা করেছেন।

বুধবার সকালে তাদের দুজনের কথোপকথনের খবর জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। তবে হোয়াইট হাউস এ নিয়ে এখনো মুখ খোলেনি।

কথোপকথনে শি জিনপিং বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিপূর্ণ উপায়ে এ সমস্যার সমাধানে তিনি কাজ করে যাবেন।

কেএ/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।