মানুষের নিরাপত্তা নিশ্চিতে অক্ষম জাতিসংঘ : অ্যাঞ্জেলিনা জলি


প্রকাশিত: ০৩:২০ এএম, ২৬ এপ্রিল ২০১৫

জাতিসংঘ সিরিয়ায় চলমান সমস্যা সমধান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যার্থ হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের উদ্বাস্তু হাই কমিশনের বিশেষ কূটনৈতিক অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের নিরাপত্তা সভায় অ্যাঞ্জেলিনা জলি জানান, চার বছর ধরে সিরিয়ায় চলমান যুদ্ধে লাখ লাখ শরনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম জাতিসংঘ।

এই অভিনেত্রী সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে ৪ বছরের মধ্যে ১১ বার সিরিয়া সফর করেন এবং দাবি করেন যে একটি শান্তিপূর্ণ সমাধান সিরিয়াবাসী আশা করছেন। আর সেখানে জাতিসংঘ নিস্ক্রিয় হয়ে বসে আছেন।

তিনি আরো বলেন যে, সিরিয়ায় রাজনৈতিক সমাধান দরকার। তাই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সিরিয়ার চলমান সমস্যা সমাধান করতে হবে।
জলি একই সভায় ভূমধ্যসাগরের নৌকা ডুবির দূর্ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন দেশান্তরের সময় নিহত হওয়া লোকজনের মধ্যে অধিকাংশই ছিলো সিরিয়ান। সুত্র ইন্টারনেট।  

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।