যুক্তরাষ্ট্রে টেনে-হিঁচড়ে নামানো হলো চীনা নাগরিককে


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ এপ্রিল ২০১৭

‘অতিরিক্ত’ যাত্রীর অজুহাত দেখিয়ে চীনা বংশোদ্ভূত এক আমেরিকান যাত্রীকে নামিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ভিডিওসহ এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, গত রোববার শিকাগো থেকে লুইসভিলে যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটিতে আসন গ্রহণ করছিলেন যাত্রীরা। এ সময় ‘চায়নিজ-আমেরিকান চিকিৎসক’ দাবি করা ওই যাত্রী টিকিট নিয়ে এয়ারক্র্যাফটে উঠেতে গেলে এ ঘটনা ঘটে।

তবে ইউনাইটেড কর্তৃপক্ষ বলছে, এয়ারক্রাফটে অতিরিক্ত যাত্রী হয়ে যাওয়ায় অনেককে স্বেচ্ছায় নেমে যেতে বলা হয়। কিন্তু কেউ নামার আগ্রহ দেখাননি। তখন বিমানবন্দরে দায়িত্বরত পুলিশকে খবর দেয়া হয়।

বার্তা সংস্থা বিবিসি জানায়, এশিয় ওই যাত্রীকে নির্যাতনের সময় আরেক যাত্রী ভিডিও ধারণ করেন স্মার্টফোনে।

ভিডিওতে দেখা যায়, এক যাত্রীকে টেনেহিঁচড়ে এয়ারক্র্যাফট থেকে নামানো হচ্ছে। এ সময় তিনি চিৎকার করে বারবার বলছিলেন, তিনি একজন চাইনিজ-আমেরিকান চিকিৎসক।

তবে ভুক্তভোগী ওই যাত্রীর বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ওই যাত্রীর রক্তাক্ত মুখমণ্ডলের ছবিসংবলিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ লাখেরও বেশি শেয়ার হয়েছে।

পরে ওই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এমএমএ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।