৩৭ দেশে ফ্রি-অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ১১:২৭ এএম, ১১ এপ্রিল ২০১৭

বাংলাদেশকে ফ্রি ভ্রমণ এবং অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে ৩৭টি দেশ। ফ্রি ভিসা স্কোরে বাংলাদেশ ৩৭, ভারত ৪৮ এবং শ্রীলঙ্কার পয়েন্ট ৩৮।

তবে পাকিস্তানের পাসপোর্টের চেয়ে বাংলাদেশের পাসপোর্ট বেশি শক্তিশালী। কেননা যেখানে বাংলাদেশের পয়েন্ট ৩৭ সেখানে পাকিস্তান মাত্র ২৭।

যে কয়টি দেশ থেকে বাংলাদেশ ফ্রি ভ্রমণ ভিসা পাচ্ছে সেগুলো হচ্ছে-

বাহামাস, বারবাডোস, ভুটান, ডোমিনিকা, ফিজি, গামবিয়া, গ্রানাডা, হাইতি, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, লেসোথো, মাইক্রোনেশিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভানুয়াতু।

অপরদিকে, যে কয়টি দেশ বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে সেগুলো হলো-

বলিভিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরোস, আইভরি কোস্ট, জিবুতি, গিনিয়া বিসাও, কেনিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মৌরিতানিয়া, মোজাম্বিক, নেপাল, নিকারাগুয়া, সামোয়া, সেইচেলেস, পূর্ব তিমুর, টোগো, ট্যুভ্যালু এবং উগান্ডা।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।