বয়স্কদের জন্য অর্থোপেডিক সেবা বিষয়ক সম্মেলন
বয়স্কদের জন্য অর্থোপেডিক সেবা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. আমজাদ হোসেন এবং ন্যাশনাল ইনস্টিটিউশন অব ট্রমাটোলজি রিহাবিলিট্যাশনের পরিচালক অধ্যপক মো. ইকবাল কাভি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান প্রফেসর এফ এইচ সিরাজী। অনুষ্ঠানে CRITOR সম্পর্কে উপস্থাপনা পেশ করেন CRITOR পরিচালক প্রফেসর এএস এম মনিরুল আলম।
সম্মেলনে স্পিচ বাই ফ্যাকাল্টি উপস্থাপন করেন ইন্ডিয়ান জেরিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক জন ইবনেজার। এ সময় মেমেন্টো প্রদান করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান কাজী কামরুজ্জামান।
এমএম/বিএ/আরআইপি