পাক-ভারত দ্বন্দ্ব সমাধানে হাসিনার হস্তক্ষেপ চান আদভানি


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ এপ্রিল ২০১৭

পাক-ভারত রাজনৈতিক ও সীমান্ত সংঘাত নিরসনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লালকৃষ্ণ আদভানি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন।

নয়াদিল্লিতে শেখ হাসিনার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আদভানি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কোন্নয়নে শেখ হাসিনা সাহায্য করতে পারেন। আমরা চাই, এ অঞ্চলের সবার সম্পর্ক যেন স্নেহপূর্ণ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন সোমবার সকালে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ওই অনুষ্ঠানে লালকৃষ্ণ আদভানি বাংলাদেশের প্রশংসা করেন।

‘শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই; যা স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অংশ ছিল।’

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।