গুপ্তচর ধরিয়ে দিলেই পুরস্কার দেবে চীন


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১০ এপ্রিল ২০১৭

বিদেশি গুপ্তচর ধরতে অভিনব এক পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালিয়ে গোপন তথ্য সংগ্রহ কারীদের যদি কেউ ধরিয়ে দিতে পারে তবে তাকে অনেক টাকার পুরস্কার দেয়া হচ্ছে। খবর বিবিসির।

গুপ্তচর ধরতে একটি হটলাইন চালু করেছে কর্তৃপক্ষ। সেখানে ফোন করেই তথ্য দেয়া যাবে।

গোয়েন্দা সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ৭৩ হাজার ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। তবে পুরস্কারের মাত্রা নির্ভর করবে ধরিয়ে দেয়া ব্যক্তি আসলে কত বড় মাপের গোয়েন্দা তার ওপর।

তবে কেউ যদি শত্রুতা বসত কারো বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে তবে তাকে বড় ধরনের শাস্তিও পেতে হবে।

চীনে বিদেশিদের উপর কিছুটা কড়াকড়ি রয়েছে। সম্প্রতি এমন বার্তাও দেয়া হয়েছে যে কোন গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও বিপদে পড়তে হতে পারে।

বিদেশি গুপ্তচরদের ধরতে দেশের মানুষজনকে সজাগ হওয়ার জন্য একটি ক্যাম্পেইন চালু করেছে দেশটিতে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।