ধর্ষণ-কান্ডে তাপসের পাশে মমতা


প্রকাশিত: ০৪:২২ পিএম, ০২ জুলাই ২০১৪

দলের কর্মীদের পাঠিয়ে খুন, ধর্ষণ ও বটি দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গলার নালী কেটে দেওয়ার হুমকি দিয়েও তাপস পালের পাশে দাঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে তৃণমূলের সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, ‘ও নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্র মিডিয়ার।’

তবে এ বৈঠকে তাপস পাল উপস্থিত ছিলেন না। এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি দলের কর্মী-সমর্থকেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার সামনে তাপস পালের কুশপুত্তলিকা দাহ করেন। তারা থানায় লিখিত অভিযোগও দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।