এবোলায় মারা গেলেন লাইবেরিয়ান ডাক্তার
মরনব্যাধি এবোলার পরীক্ষামূলক প্রতিষেধক ‘জেডএমঅ্যাপ’ সেবনকারী লাইবেরিয়ার চিকিৎসক ড. আব্রাহাম বরবর মারা গেছেন। সোমবার দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ড. আব্রাহাম ছিলেন দেশটির সবচেয়ে বড় হাসপাতালের উপ-প্রধান। তিনি প্রথম আফ্রিকান হিসেবে প্রতিষেধক নিয়েছিলেন।
জানা গেছে, এ পর্যন্ত মোট ছয় ব্যক্তি এই পরীক্ষামূলক প্রতিষেধক গ্রহণ করেছেন। যাদের মধ্যে তিনজন লাইবেরিয়ার, দু`জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং একজন স্পেনের নাগরিক।
স্পেনের নাগরিক একজন যাজক। তিনিও ইতোমধ্যে মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্রের দুই নাগরিক এখনো বেঁচে আছেন। কিন্তু বাকি দুই লাইবেরিয় নাগরিকের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
লাইবেরিয়ার তথ্যমন্ত্রী লুইস ব্রাউন বলেন, বরবরের অবস্থা সোমবারও ভাল ছিল। কিন্তু হঠাৎ করেই খারাপের দিকে চলে যায়। সিএনএন, আল-জাজিরা