ফের উত্তপ্ত কাশ্মির : গুলিতে নিহত ৬


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে জেলায় আইন-শৃঙ্খল বাহিনীর গুলিতে অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে। কাশ্মিরের শ্রীনগর ও বাদগাম সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রোববার সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের গুলিতে ওই ছয়জন নিহত আরো অনেকে আহত হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের দুটি আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু পর স্থানীয়রা ভোট কেন্দ্র ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে।

কাশ্মিরের এই নির্বাচনে ভোট বাতিলের দাবি জানিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। শ্রীনগর সংসদীয় আসনের উপনির্বাচনে লড়ছেন শাসক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রার্থী নাজির খান। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। শ্রীনগরে প্রার্থী রয়েছেন মোট ৯ জন।

কাশ্মিরে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর নিরাপত্তা বাহিনীর রক্তাক্ত অভিযানের প্রতিবাদে পিডিপি দলীয় এক সাংসদ ইস্তফা দেয়ায় উপনির্বাচন হচ্ছে শ্রীনগরে।

এদিকে, একই দিনে মধ্যপ্রদেশের দুটি আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই আসনেও কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আইনশৃঙ্খলবাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পুলিশের গুলিতে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ে কাশ্মিরে। এর পর থেকে দফায় দফায় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। উত্তপ্ত কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক মাস ধরে কারফিউ জারি রাখে স্থানীয় প্রশাসন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।