আজমির শরিফ জিয়ারত করলেন শেখ হাসিনা


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৯ এপ্রিল ২০১৭

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরিফ জিয়ারত করেছেন। রোববার সকালে তিনি আজমিরে খাজা মইনুদ্দিন হাসান চিশতির মাজার জিয়ারত করেন।

সফরসঙ্গীদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রোববার সকালে জয়পুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে আজমির শরিফে পৌঁছান। সেখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। মাজারে চাদর প্রদানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদেম আলিমুদ্দীন।

রোববার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পরে ৭টায় রাষ্ট্রপতি ভবনের উত্তর ড্রইং রুমে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।