কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েন


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৯ এপ্রিল ২০১৭

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই কোরীয় উপসাগর অভিমুখে রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান সজ্জিত একটি যুদ্ধজাহাজে অবস্থান করছেন কার্ল ভিনসন নামের ওই নৌ-দল।

দেশটির সেনাবাহিনীর আদেশে পাঠানো ঐ রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজ এবং কয়েকটি যুদ্ধজাহাজ।

কর্মকর্তারা বলছেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যাত্রা করা বাহিনী সেখানে তাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমানবিক হুমকি মোকাবিলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আছে।

মার্কিন প্যাসিফিক কমান্ডের মুখপাত্র ডেভ বেনহাম জানান, উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বেপরোয়া আচরণের কারণে এখন বড় ধরনের হুমকি হয়ে পড়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পেরীক্ষার পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের মোতায়েন করা ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত ওই নৌ যুদ্ধজাহাজটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় ক্ষমতা সম্পন্ন।

কেএ/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।