প্রধানমন্ত্রীর দুপুরের খাবারে গন্ধরাজ লেবু দিয়ে ভেটকির পদ
ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে শনিবার মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অতিথি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের তালিকায় ছিল বাঙালি ছোঁয়া।
বাঙালি রসনার কথা মাথায় রেখে ছিল গন্ধরাজ লেবু দিয়ে ভেটকির পদ, মুরগির মাংস। আর প্রধানমন্ত্রী মোদির জন্য ছিল লুচি, বেগুনভাজা, পটলভাজা।
খেতে খেতেই চলল তাদের আলাপচারিতা আর হাসিঠাট্টা। মোদি আর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তখন মমতাকে বললেন, ‘দিদি তুমি এত রোগা হলে কী করে? আর মমতা জানতে চাইলেন, ‘সুষমাজির শরীর এখন কেমন?’ জবাবে পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘এখন একদম ঠিক আছি।’
টিটিএন/এমএস