টাইগারদের জয়ে টিএসসিতে উল্লাস


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের কথা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিল বাংলাদেশ দল। আর পাকিস্তানিদের বাংলাওয়াশের পর টি-২০ এ ৭ উইকেটে পরাজিত করায় পুরো বাংলাদেশ হাসলো অহংকারের হাসিতে। আর এ বিজয় উদযাপনে জাতীয় পতাকা হাতে ব্যাট বল নিয়েও পথে নেমে এসেছেন টাইগার সমর্থকেরা।

আজও বিজয়ের উন্মাদনায় উচ্ছ্বসিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষক-শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় এখানকার প্রতিটি হলের টিভি রুমগুলো। তাছাড়া টিএসসিতে সাংবাদিক সমিতি, ডিবেটিং ক্লাবের অবস্থাও ছিল একই।

খেলা শুরু হওয়ার পর পরই টাইগারদের বিজয়ের আগাম বার্তা দিচ্ছিলেন নবাগত বোলার মোস্তাফিজ। তার সাথে মাশরাফি-সাকিব-তাসকিনদের প্রতিটি বলই মাতিয়ে রেখেছে টাইগার সমর্থকদের। ১৪২ রান তাড়া করতে নেমে তামীমের মারমুখী ব্যাটিংও পাকিস্তানিদের জানান দিচ্ছিল বাংলাদেশ বীরের জাতি, তারা হারতে জানেনা।

সবশেষ সাকিবের জয় সূচক বাউন্ডারিটি বলে দিল টাইগাররা অদম্য। এমন একটি জয়ে টিএসসির রাজু ভাস্কর্য ঘিরে হাজির হতে শুরু করেন টাইগার সমর্থকেরা। এখানে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারা। `বাংলাদেশ` `বাংলাদেশ` স্লোগানে মুখর হয়ে উঠেছিল পুরো টিএসসি এলাকা।

ওয়ানডেতে বাংলাওয়াশ, টি টোয়েন্টিতেও জিতল বাংলাদেশ। এরপর টেস্ট সিরিজেও বাংলাদেশ থাকবে একই ফর্মে, এমনটাই প্রত্যাশা সকলের।

এম এইচ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।