ইসরাইলকে এফ-৩৫ জঙ্গিবিমান দেবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫’এর একটি চালান দেয়া হবে। ওয়াশিংটন ডিসিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

মধ্যপ্রাচ্যে তেল আবিবের `সামরিক শ্রেষ্ঠত্ব` বজায় রাখার জন্য জঙ্গি বিমানের এ চালান দেয়া হবে বলে দাবি করেন তিনি।
 
অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদীদের অবৈধ বসতি স্থাপন এবং ইরানের পরমাণু আলোচনা নিয়ে তেল আবিব-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন চলছে। তবে এরপরও তেল আবিবকে সামরিকভাবে মদদ দেয়া অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
 
ইসরাইলি দৈনিক হারেজেৎ জানিয়েছে, ওয়াশিংটনের কাছ থেকে ১৪টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনবে তেল আবিব। এসব বিমানের প্রতিটির মূল্য পড়বে এক কোটি ১০ লাখ ডলার।

২০১০ সালের চুক্তি অনুযায়ী, ইসরাইল ১৯টি বিমান কিনতে সম্মত হয়েছিল। প্রথম দু’টি বিমান ২০১৬ সালের মধ্যে ইসরাইলে পৌঁছানোর কথা। বাকি বিমান ২০২১ সালের মধ্যে পৌঁছাবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।