পুলিশের অভিযানে লাহোর হামলার পরিকল্পনাকারীসহ নিহত ১০


প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৮ এপ্রিল ২০১৭

পাকিস্তানের লাহোরের একটি শপিংমলে গত মাসে হামলার পরিকল্পনাকারী আনোয়ারুল হকসহ ১০ জামাতুল আহরারের সদস্য পুলিশের অভিযানে নিহত হয়েছে।

শুক্রবার রাতে পাঞ্জাব পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

সিটিডির এক মুখপাত্র জানিয়েছে, সন্দেহভাজন পাঁচ আটক ব্যক্তিকে নিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তল্লাশি অভিযানে গেলে নয় সন্ত্রীসী তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা বন্দিদের ছিনতাই করে সেখান থেকে পালিয়ে যায়। সিটিডি কর্মকর্তারা পরে তাদের আরো সদস্যদের ডেকে পাঠায়। পরে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ১টা ৪৫ মিনিটে তারা সন্ত্রীদের আত্মসমর্পন করতে বলে। কিন্তু সন্ত্রাসীরা তা না করে গুলি ছুড়তে থাকে। গোলাগুলি শেষ হলে দশজনের মৃতদেহ পাওয়া যায়।

পাঁচ সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এরা হলেন, হক, আবদুল্লাহ, আতাউর রহমান, ইমাম শাহ এবং ইরফান খান।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।