ছিনতাইয়ের ট্রাকে সুইডেনে হামলার মুহূর্তের ভিডিও


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৭ এপ্রিল ২০১৭

ছিনতাইকৃত ট্রাক ব্যবহার করে সুইডেনের রাজধানী স্টকহোমে রাস্তায় ভিড়ের মধ্যে চালিয়ে দিয়েছে হামলাকারী। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে রাজধানীর কাছের কুইন স্ট্রিটে ওই হামলা হয়।

রাজধানীর কুইন স্ট্রিটের ড্রট্টনিংগ্যাটন সড়কে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে আহত হয়েছে আরো অনেকে।

কুইন স্ট্রিটের ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলবাহিনীর সদস্যরা। হামলার পর পরই ঘটনাস্থলে গুলির আওয়াজ পাওয়া গেছে। দ্য টেলিগ্রাফ বলছে, ঘটনাস্থলে অন্তত তিন ব্যক্তি গুলি ছুড়েছেন।

সুইডেনের প্রধানমন্ত্রী শহরের প্রাণকেন্দ্রের এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন। শহর লোকজনকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতারের তথ্য দিলেও এবিষয়ে বিস্তারিত জানাননি প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন।

স্টকহোমের জরুরী সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। শত শত পথচারী দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে যাচ্ছেন। এ ঘটনার কিছুক্ষণ পর শহরের অপর একটি সড়কে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা রাস্তায় অনেক মানুষকে পরে থাকতে দেখেছেন বলে রয়টার্স বলছে। বেশ কয়েকজনের মরদেহ সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।