সুইডেনে ট্রাক হামলায় নিহত ৫, গোলাগুলি
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রের একটি ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে ট্রাক হামলায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে রাজধানীর কাছের কুইন স্ট্রিটে এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, কুইন স্টিটের ড্রট্টনিংগ্যাটন সড়কে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনার পর স্টকহোমের জরুরী সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া পথচারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, তারা রাস্তায় অনেককে পরে থাকতে দেখেছেন। বেশ কয়েকজনের মরদেহ সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেছেন, সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে, স্টকহোমর ট্রাক দুর্ঘটনা ‘সন্ত্রাসী হামলা’।
দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, ট্রাক চালিয়ে দেয়ার এ ঘটনাকে তারা সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন। এদিকে হামলার পর আশ-পাশের এলাকা থেকে লোকজনকে শহরে প্রবেশে সতর্কতা জারি করা হয়েছে।
#BREAKING: video from the scene #Stockholm pic.twitter.com/d3hfQzJVFf
— Amichai Stein (@AmichaiStein1) April 7, 2017
এসআইএস/এমএস