বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সুষমার বৈঠক
সাত বছর পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বিমান বাহিনীর স্টেশন পালামে অবতরণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপে সফর সঙ্গীদের নিয়ে রওনা হয়েছিলেন শেখ হাসিনা।
ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে দিল্লিতে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা করেছে।
রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজ শেষে কিছুক্ষণ বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে প্রধানমন্ত্রীর বাংলাদেশ হাইকমিশনে যাবার কথা রয়েছে।
রাতে হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউজে’ প্রধানমন্ত্রীর সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন থেকে বাংলাদেশ হাউজে যাবেন প্রধানমন্ত্রী। নৈশ্যভোজ শেষে তিনি আবারও রাষ্ট্রপতি ভবনে ফিরবেন।
টিটিএন/এমএস