জয় দিয়ে লা লিগা শুরু রিয়ালের


প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৬ আগস্ট ২০১৪

করিম বেঞ্জেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে লা লিগায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে এবারের লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে কোর্ডোবাকে ২-০ গোলে হারিয়েছে কার্লো অ্যানচেলোত্তির দল। ম্যাচের ৩০ মিনিটে রিয়ালকে প্রথম গোল এনে দিয়েছেন বেঞ্জেমা। ৯০ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়েছেন রোনালদো।

নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোর্ডোবাকে স্বাগত জানিয়েছে রিয়াল। মাত্র ক’রাত আগে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী দলটি। সোমবার রাতে তাই ছন্দে ফেরার মিশন নিয়ে মাঠে নেমেছে অ্যানেচেলোত্তির শিষ্যরা। দুর্বল কোর্ডোবার বিপক্ষে শুরু থেকেই চাপিয়ে খেলেছে রিয়াল। এরই ধারাবাহিকতায় ৩০ মিনিটে কর্নার পেয়েছে ম্যাচের স্বাগতিক দলটি। চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়া টনি ক্রুস কর্নার কিক নিয়েছেন। উড়ন্ত বলকে দারুণ হেডে গোলে পরিণত করেছেন বেঞ্জেমা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে রিয়াল।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের সুযোগ পেয়েছে রিয়াল। গোলের সুযোগ এসেছে কোর্ডোবার সামনেও। তবে একের পর এক ব্যর্থতা সঙ্গী হয়েছে দুই দলের। শেষ অবধি দূরপাল্লার শটে রোনালদো লক্ষ্য ভেদ করলে ২-০ গোলে ম্যাচ জিতে লা লিগার শিরোপা মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।