লটারি ভাগ্য!


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৬ এপ্রিল ২০১৭

একেই বলে লটারি ভাগ্য। তাও আবার একবার নয় তিনবার। মার্কিন এক দম্পতির লটারি ভাগ্য এত ভালো যে তারা বেশ কয়েকবার লটারি জিতেছেন।

প্রথমবার এই দম্পতি লটারি জিতেছিলেন ১৯৮৯ সালে। সেসময় এক লাখ মার্কিন ডলার পেয়েছিলেন তারা।

ফিংক এবং তার স্ত্রী বারবারার লটারি ভাগ্য যে কতটা সুপ্রসন্ন তারই নজির হিসেবে দ্বিতীয়বার তারা লটারি জয় করেন ২০১০ সালে। সে সময় তারা ৯০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন।

তবে সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্টার্ন কানাডা লটারি জ্যাকপট তাদের জয় করা সবচেয়ে বেশি পরিমাণ অর্থকড়ির লটারি। এবার তারা পেয়েছেন ৬০ লাখ মার্কিন ডলার।

লটারির এত অর্থ দিয়ে তারা কি করবেন? এমন প্রশ্ন করা হলে, আয়োজকদের এই দম্পতি জানিয়েছেন তারা এই টাকা সন্তানদের জন্যই কাজে লাগাতে চান।

ফিংক বলেন, ‘পরিবারই সবার আগে। আমাদের মেয়েরা এবং নাতি-নাতনিরা যেন ভালভাবে থাকতে পারে সেটাই আমরা চাই।’

এছাড়া বেড়ানোর এবং নতুন বাড়ির পরিকল্পনা রয়েছে এই দম্পতির। ফিংক বলেন, বারবারার নতুন একটি বাড়ির তৈরির ইচ্ছা ছিল এবার সে তা পূরণ করতে পারবে।

তৃতীয়বার লটারি জয়ের মুহূর্তের বর্ণনা দিয়ে ফিংক জানান, যখন বুঝতে পারলেন তারাই বিজয়ী হয়েছেন তখন তার স্বামী কাজের জন্য শহরের বাইরে ছিলেন। ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথমবার তাকে পাননি।

কিছুক্ষণ অপেক্ষার পরে আবার ফোন দিলে ফিংক ফোন ধরেন এবং তার স্ত্রী বলে ওঠেন, ‘আমি আবারও এটা করলাম।’ সে সময়টাতে তারা আসলেই খুব খুশি হয়েছিলেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।